সোনারগাঁও

বন্দরে আঙুল ফুলে কলাগাছ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কেরানি মোজাম্মেল হোসেন

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের
ক্লার্ক (কেরানি) পদে আছেন মোজাম্মেল হোসেন। বেতন সামান্যই। অথচ তার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

জানা যায়, অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে বাড়ি, জমি, প্লটসহ নানা স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন তিনি, যা তার বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি যেন আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন।

সূত্র জানায়, মোজাম্মেল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কেরানি পদে কর্মরত। এর আগে তিনি আরও ছোট পদে কর্মরত ছিলেন।

মোজাম্মেল হোসেন বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জিম্মি করে অনৈতিকভাবে তাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। ভুয়া বিল-ভাউচারে অর্থ বরাদ্দ করিয়ে, জাল-জালিয়াতি করে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত ক্রান ও তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন। এভাবে তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডস্থ দেউলি চৌরাপাড়া এলাকায় তার নামে আরও ২টি বাড়ি রয়েছে যার মূল্য রয়েছে প্রায় কয়েক কোটি টাকা। এছাড়াও
কয়েকটি ব্যাংকে নামে-বেনামে জমা রেখেছেন বিপুল অঙ্কের টাকা, জালিয়াতি করে অর্জন করেছেন ওই সব টাকা। অবৈধ উপায়ে অর্থ আত্মসাতে তিনি নানা কৌশল অবলম্বন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আড়াইহাজার উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, মোজাম্মেল হোসেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ম্যানেজ করে প্রভাব খাটিয়ে সাধারণ জনগনের জন্য বরাদ্ধকৃত ত্রাণ ও অর্থ লুটে নিয়েছেন। অর্থ আত্মসাতে অনেকের সঙ্গে তার যোগসাজশ রয়েছে। এর মধ্যে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডস্থ মাঠপাড়া এলাকায় জমি ক্রয় করে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে আলিশান পাকা বাড়ি নির্মাণ করছেন।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ক্লার্ক (কেরানি) মোজাম্মেল হোসেন কে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close