সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত-১

অন্তর মিয়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি :
শ্রীমঙ্গলে হবিগঞ্জ সড়কের ২৮ জানুয়ারি/২৩ইং শনিবার সকালে উত্তরসূর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে ট্রাক ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালক ভূনবীর ইউপি শাসন গ্রামের মৃত রমজান আলীর পুত্র আলী আকবর ও সিএনজির যাত্রী শ্রীমঙ্গলের ব্যবসায়ী জমজম ফার্মেসীর মালিক মাওলানা সালাহ উদ্দিন (সালেহ) নিহত হয়েছে। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দূর্ঘটনায় আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সিএনজি চালক আলী আকবর মৌলভীবাজার সদর হাসপাতালে মারা যায় এবং সালাহ উদ্দিনের অবস্থার অবনতি ঘটলে সিলেট নেয়ার পথে মারা যান।

আহত আরেক জন সাতগাঁও এলাকার মৃত শফিক মিয়ার ছেলে মোতালিব মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শ্রীমঙ্গল হাইওয়ে থানা পুলিশের এস আই রাকিব জানান, সিএনজিটি হাইওয়ে থানার হেফাজতে আছে, ঘাতক অজ্ঞাত গাড়ীটি সনাক্ত করা এখনো সম্ভব হয়নি। সনাক্তের প্রচেষ্টা ও মামলার পক্রিয়া চলমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close