অপরাধসিলেট বিভাগ

শ্রীমঙ্গল থানায় বিশেষ অভিযানে গাজাসহ ৯ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

অন্তর মিয়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ০৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শ্রীমঙ্গল থানা, মৌলভীবাজার অফিসারস ইনচার্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অত্র থানার এসআই/মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন ভুরভুরিয়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ০১ (এক) কেজি গাঁজা সহ আসামী ১. বাবুল মিয়া (৩১), পিতা-মোঃ মফিজ উদ্দিন, গ্রাম-১০ নম্বর ভানুগাছ রোড, ২. মানিক রিকিয়াশন (২২), পিতা-মৃত বংগি রিকিয়াশন, গ্রাম-ভুরভুরিয়া চা বাগান, ৩. মোঃ সাজু মিয়া(৫৫), পিতা-মৃত কালাই মিয়া, গ্রাম-১০ নম্বর ভানুগাছ রোড, ৪. মহসিন মিয়া(৩৫), পিতা-নূর ইসলাম, গ্রাম-ভুরভুরিয়া চা বাগান, ৫. খোকন মিয়া(২০), পিতা-হাসমত আলী, গ্রাম-জালালিয়া রোড, সর্বথানা- শ্রীমঙ্গল, সহ
অপর এক অভিযানে এসআই/মোঃ জাকির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন সুইনগর ইসলামবাগ রেল লাইনের দক্ষিন পাশে মনির মিয়ার ভুষি মালের দোকানের পাশে অভিযান চালিয়ে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ আসামী ৬. মোঃ সনু মিয়া চনুর (৩৮), পিতা-মৃত আবুল হোসেন ৭, লুসন মিয়া, গ্রাম- ১৩ নং মন্দইল, থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জ, বর্তমান: গ্রাম- সত্তর মিয়ার ভাড়াবাসা, শাহীবাগ, থানা- শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজার, ৮. মোঃ আক্তার হোসেন (দুলন) (৩০), পিতা-মৃত রওশন আলী, ৯. মোঃ শামীম (৩২), পিতা-মৃত ফিরোজ মিয়া, উভয় গ্রাম- কালেঙ্গা, ১নং রহিমপুর ইউপি, পোঃ চৈত্রঘাট, থানা- কমলগঞ্জ, জেলা–মৌলভীবাজারদের গ্রেফতার করেন। উপরোক্ত সকলেকে মাদক আইনের আওতায় এনে ০২(দুই)টি মামলা রুজু করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close