নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতি

কোনো খারাপ লোক নৌকায় থাকতে পারবে না: বাদল

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে আমান মার্কেট সংলগ্ন এ আলোচনা সভা ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আলী নূর মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন- আলীরটেকে ভিলেজ পলিটিক্স বেশী। যারা দলের জন্য ত্যাগী, আগামী নির্বাচনে তারা নমিনেশন পাবেন। আমি আলীরটেকে বহুবার অনুষ্ঠান করতে চেয়েছি কিন্তু বার বার পিছিয়েও গেছি। চেয়ারম্যানরা এমপিকে খুশি করতে চান। এছাড়াও দলীয় লোকদের মাঝে বিভেদ বেশী। তাই বলে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের কার্যক্রম থেমে থাকতে পারেনা। ইব্রাহীম ও সওদাগর দল চালাবে, প্রস্তাবিত কমিটিতে তারা আছে।
তিনি আরও বলেন- আপনারা শামীম ওসমান’র মতো ভাল লোক চান? আমরা বলতে চাই, কোনো খারাপ লোক নৌকায় থাকতে পারবে না। আমরা উন্নয়ন ও সেবার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোঁটাতে কাজ করে যাচ্ছি।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস. টি. আলমগীর সরকার, সাধারণ সম্পাদক এস. এম. সালেহ আহম্মেদ খোকন, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ. বি. এম. আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান, গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লা সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close