অপরাধনারায়ণগঞ্জ

তেল চুরির দায়ে নারায়ণগঞ্জে এস এস ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

প্রতি দশলিটার তেলে ৩১০ থেকে ৪০০ মিলিলিটার কম দেয়ার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে নারায়ণগঞ্জের এস এস ইন্টারন্যাশনাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনকে।

সোমবার (৯ জানুয়ারি) ওই পাম্পে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। পরে, মঙ্গলবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নারায়ণগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩১০ মিলিলিটার ও ডিজেলে ৩৮০ ও ৪০০ মিলিমিটার কম দেওয়ায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close