নারায়ণগঞ্জ

না’গঞ্জের শিল্পপতি ফরিদ আক্তার টিপু আর নেই

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের প্রয়াত বিশিষ্ট শিল্পপতি হাজী সোহরাব মিয়ার দ্বিতীয় পুত্র শিল্পপতি ফরিদ আক্তার টিপু আর নেই।
রবিবার দিবাগত রাত সোয়া দুইটায় (২ জানুয়ারী) নগরীর জামতলাস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না … রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান- মঙ্গলবার (৩ জানুয়ারী) বাদ আছর নগরীর ফকিরটোলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
নিহতের স্ত্রী-সন্তান, ছোট ভাই সোহেল আক্তার সোহান ও নোহেল আক্তার রাসেল সহ অন্যান্য ভাই বোন এবং পরিবারের সদস্যরা সবাইকে জানাজায় অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াও চেয়েছেন।
এদিকে শিল্পপতি ফরিদ আক্তার টিপু’র মৃত্যুতে নারায়ণগঞ্জ ক্লাব, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, চেম্বার অব কমার্স, ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশন সহ নগরীর অন্যান্য সংগঠন শোক প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close