জাতীয়নারায়ণগঞ্জ

‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানা কারনে জাহাজ নির্মাণ শিল্পে স্থবিরতা’-নৌবাহিনীর প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠানের স্থায়ী ব্যায় হ্রাস ও কর্মঘন্টার সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করে প্রশাসনিক ব্যায় নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিষ্ঠানের গতানুগতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ না করে বাস্তবসম্মত এবং চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্থাপনা ও শ্রমিকের সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করতে হবে। ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কেনর মূল লক্ষ্য শিপ বিল্ডিংয়ের প্রতি গুরুত্ব বাড়াতে হবে। দক্ষতার সাথে প্রকল্প গ্রহন করতে হবে, পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন শেষে হস্তান্তর করতে হবে। এছাড়াও গুণগতমান নিশ্চিতের জন্য প্রতিষ্ঠানের শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সর্বপরি নতুন উদ্ভাবন হলে সেই উদ্ভাবনী ও উদ্ভাবককে স্বীকৃতি ও সম্মাননা দিতে হবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১০টায় বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে, নবনির্মিত গেস্ট হাউজ, শিপবিল্ডিং শেড-২ এবং বিভিন্ন পূর্ত কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনীর প্রধান বলেন, বৈশ্বিক করোনা মহামারি, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন কারনে বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, বৈদেশিক ডলারের সংকট ও কাঁচামাল আমদানিতে দীর্ঘসূত্রিতাসহ নানাবিধ কারনে জাহাজ নির্মাণ শিল্পে কিছুটা স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, একসময়ে ধ্বংসপ্রাপ্ত এই ডকইয়ার্ডটি বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হওয়ার পর থেকে ঘুরে দাঁড়িয়েছে। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি সাধিত হয়েছে, এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই শেড বৈরী আবহাওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে গতিশীল করবে। এছাড়া গেস্টহাউজটিতে দেশ-বিদেশ থেকে আগত অতিথিদের মানসম্মত আবাসন নিশ্চিত করতে সক্ষম।

এ সময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর আব্দুলাহ আল-মাসুসস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি.এম. কুদরত এ খুদা, নৌসদরের পিএসও রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, রিয়ার এডমিরাল মঈনূল হকসহ বন্দর থানা পুলিশ, নৌবাহিনীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সামরিক-অসামরিক ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close