নারায়ণগঞ্জ

দৈনিক ইত্তেফাকের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী নারায়ণগঞ্জে উদযাপন

গণমাধ্যম কর্মীদের নিয়ে দৈনিক উত্তেফাকের ৭০ তম বর্ষপূতি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ ক্লাবে কেক কাটা হয়। এর আগে সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তরা বলেন, এদেশের স্বাধীনতায় ইত্তেফাক একটি বিশাল ভূমিকা রেখেছিল। ৭০ বছর ধরে এই পত্রিকাটি বাংলাদেশে সততা ও নিষ্ঠার মান ধরে রেখেছেন।

এ সময় উপস্থিত অতিথিরা দৈনিক ইত্তেফাকের সকল পর্যায়ের স্টাফ, সাংবাদিক ও কলাকৌশলীদের শুভেচ্ছা জানান। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান।

দৈনিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক নাসির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেফাকের জেলা ফটো সাংবাদিক তাপস সাহা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আ. রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, দৈনিক অবজারভারের ফটো সাংবাদিক পাপ্পু ভট্রাচার্জ, দৈনিক ডান্ডিবার্তার সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর ডালিম, ফতুল্লা প্রেসক্লাবের সদস্য মো: সেলিম রেজা, সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজিব, বন্দর প্রেসক্লাবের সদস্য মেহেবুব মিয়াসহ বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীবৃন্দ।আলোচনা শেষে কেক কাটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close