নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরসাহিত্য

না’গঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে কবি মো. আলাল’র স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে কবি মো. আলাল’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বাদ আছর নগরীর শেখ রাসেল পার্কে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সাঈদ দেলোয়ার’র সভাপতিত্বে উপস্থিত সকলেই প্রয়াত কবি মোঃ আলাল’র স্মরণে স্মৃতিচারণ করে আলোচনা করা হয়। আলোচকরা কবি মোঃ আলাল সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন- কবি আলাল নারায়ণগঞ্জ সাহিত্য অঙ্গনের একজন নিবেদিত প্রাণ ছিলেন।যেখানেই সাহিত্য আড্ডা সেখানেই তিনি ছুটে চলে যেতেন। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ।
আলোচনা শেষে প্রয়াত কবি মোঃ আলাল’র রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। শোকান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
উক্ত স্মরণ সভা ইকবাল হোসেন রোমেছ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কবি ইয়াদি মাহমুদ, কবি আল আশরাফ বিন্দু, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, কবি এস. এম. শাহাবুদ্দিন, মজিবুল হক বাদল, মোস্তফা কামাল সোহাগ, আলতাফ হোসেন রায়হান, মোঃ নাজমুল হাসান, মোঃ আল আমিন বৈরাগী, সুমন সরকার, কবি জয়া রানী দাশ, কবি বশির উদ্দিন, মোঃ ফয়সাল আহমেদ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close