জাতীয়নারায়ণগঞ্জসাহিত্য
বাংলা একাডেমির ‘সম্মানসূচক ফেলোশিপ’ পাচ্ছেন মেয়র আইভীসহ ৭ জন
সমাজসেবা অবদান রাখায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হবে বাংলা একাডেমির ‘সম্মানসূচক ফেলোশিপ’।
আগামী ২৩ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপ দেওয়া হবে।
এছাড়া ভাস্কর ও চিত্রকলায় হামিদুজ্জামান খান, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজ্ঞানে পাখি বিশারদ ও প্রাণী বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, চিকিৎসায় অধ্যাপক মো. জাকির হোসেন, আলোকচিত্রে নাসির আলী মামুন, সংস্কৃতিতে জয়ন্ত চট্টোপাধ্যায়। একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সাত বিশিষ্ট ব্যক্তিকে ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২২’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।