জাতীয়নারায়ণগঞ্জবন্দর

বন্দরে ১৯নং ওয়ার্ড সিটি পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন মেয়র আইভি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড সিটি পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভি। বুধবার বিকেলে বন্দর থানাধীন মদনগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নির্মাণাধীন এ পার্ক প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন মেয়র।

প্রায় ৩কোটি ৬৯লক্ষ টাকা ব্যয়ে ৬ একর জমিতে নির্মিত এ পার্কের ঠিকাদারী প্রতিষ্ঠান আসিফ এন্টারপ্রাইজ। যার তত্বাবধানে থাকবে ‘ওরা এগারো জন’ নামের একটি সংগঠন। পার্কে মেয়র প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের উদ্বোধন করেন।

মেয়রের পরিদর্শণকালে উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর, মোকলেছুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর। এছাড়াও উপস্থিত ছিলেন, নুরে আলম, মোঃ সাগর, মোঃহানিফ, মোঃ রফিক, মোঃ ইসমাইল, রিয়াজ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, মোঃ আসলাম, মোরশেদ, সায়েল, শুক্কুর প্রদান, এড. শাখাওয়াত, হিমেল খান, প্রমূখ।

পরিদর্শন কালে, মেয়র পার্কের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পার্কের পশ্চিম পাশের জায়গা যাতে অবৈধভাবে দখল হতে না পারে সেজন্য তিনি কঠোর হুশিয়ারি প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close