নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতি

বিশৃঙ্খলতায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর ভাষ্য, ‘একটি পক্ষ উশৃঙ্খলতা চালিয়ে যাওয়ায় স্থগিত করা হয়। পরাজয় নিশ্চিত যেনে যার মূখ্য ভূমিকায় ছিল সভাপতি প্রার্থী শফিক মাহমুদ।’

নারায়ণগঞ্জ শহরের নিকটে হলেও বুড়িগঙ্গা আর ধলেশ্বরী নদীর কারণে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন বক্তাবলী ইউনিয়ন। ২০০৩ সালে এর আগে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাঁর দীর্ঘ ২০ বছরের মাথায় আবারও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নটির আওয়ামী লীগ নেতারা বেশ উৎসাহ আর উদ্দিপনার মধ্যে ছিল। বিকাল থেকে শুরু হওয়া সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। থানা ও জেলা থেকে গিয়ে ছিল নেতারা।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন জানান, সম্মেলন ভালোই চলছিল। কিন্তু একটি পক্ষের উচ্ছৃঙ্খলতায় এবং দিনের সম্মেলন রাত হয়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে। এখানে বড় ধরণের অঘটন ঘটতে পারতো। উচ্ছৃঙ্খলকারীরা খুব হচ্ছিল বাড়াবাড়ি করে ফেলেছে। পরে আমরা চিন্তা ভাবনা করে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আমরা জেলা আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যের সাথে বসে পরবর্তীতে সম্মেলনের তারিখ ঘোষণা করবো। কিন্তু কাউকে উচ্ছৃঙ্খল কিছু করতে দিবো না।

মো. শওকত হোসেন বলেন, ‘সভাপতি প্রার্থী শফিক মাহমুদ নিশ্চিত পরাজয় জেনে এখানে মূখ্য ভূমিকা পালন করেছে। তাঁর অনুসারীদের দিয়ে কাজ গুলো করিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close