অপরাধজাতীয়নারায়ণগঞ্জসোনারগাঁও

‘বঙ্গবন্ধুর খুনিদের জন্য জান্নাতুল ফেরদৌস চাওয়া আওয়ামী লীগ নেতা বললেন, স্লিপ অফ টাং’

মোনাজাতে বঙ্গবন্ধুর খুনিদের জন্য ‘জান্নাতুল ফেরদৌস’ চেয়ে ছিলেন এক আওয়ামী লীগ নেতা। তিনি বলছেন, স্লিপ অফ টাং হয়েছে। এ ধরনের কোন কথা সজ্ঞানে আওয়ামী লীগ কর্মীর মুখ দিয়ে আসার কথা নয়।

গত ১৯ নভেম্বর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

তবে, সেই দোয়া পরিচালনার জন্য কোন আলেম না থাকায় দায়িত্ব পরে সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহাবুব রহমান বাবুলের উপর। অনেকের কাছে তিনি লায়ন বাবুল নামে পরিচিত।

মোনাজাতে তাঁকে বলতে দেখা যায়, ‘বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যারা নিঃস্বার্থ ভাবে হত্যা করেছে, তাদের সকল সদস্যকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’ এ নিয়ে সমালোচনা তৈরি হয় সোনারগাঁয়ে। প্রকাশ হয় সংবাদ।

সংবাদটির বিষয়ে মাহাবুব রহমান বাবুল এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমি বলতে চেয়ে ছিলাম- বঙ্গবন্ধুর পরিবারের যে সদস্যরা নৃশংস ভাবে হত্যা হয়েছে, তাদের সকল সদস্যকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। কিন্তু অনাকাঙ্খিত ভাবে শব্দটা উচ্চারণ করতে পারিনি। আর এই সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

মাহাবুব রহমান বাবুল বলেন, ‘অনাকাঙ্খিত ভাবে কথা গুলো বলেছি। কোথা থেকে এই কথাটা ডুকে গেলো, বুঝতে পারিনি। আমরা বঙ্গবন্ধুর সমাধির সামনে গিয়ে সব সময়ই খুনিদের জন্য ধিক্কার জানাই। আওয়ামী লীগের কর্মী হয়ে এই ধরণের কথা তো আমাদের মুখ দিয়ে আসার কথা নয়। এ জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইছি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close