নারায়ণগঞ্জরাজনীতি

বিএনপিকে ছাড় দিবো না, দাঁত ভাঙ্গা জবাব দিবো : খোকন সাহা

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, বিএনপির বন্ধুদের বলতে চাই দুঃশাসনের কথা মনে করিয়ে দিবেন না। আমরা জানি কখন কি করতে হয়, আমরা পুরোনো দিনের কথা ভুলে থাকতে চাই। কিন্তু আপনারা আমাদের জাগ্রত করছেন। পরিষ্কার করে বলতে চাই আগামিতে ছাড় দিবো না। জ্বালাও পোড়াও করে জনমনে দূর্বিষহ করে তুললে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দিবো।

সোমবার (৩১ অক্টোবর) বিকালে ইসদাইর বাজার সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহিদ বাদল ২য় বার একই পদে নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের গণ সংবর্ধনা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথির বক্ত্যবে  তিনি এসব কথা বলেন। 

 

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা পাড়ায় মহল্লায় শক্তিশালী সংগঠন গড়ে তোলেন। শক্তিশালী সংগঠনের বিকল্প নাই। হাইব্রীড বাদ দিয়ে ত্যাগীদের সামনে আনতে হবে। যারা ত্যাগ করেছে তাদের সামনে আনতে হবে।

বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন জসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিপন সরকার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগে সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক অলি আহমেদ টিটু, জেলা সৈনিক লীগের সিনিয়র সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল সাহির রিজন, আইন বিষয়ক সম্পাদক এড রাশেদ ভুইয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহাদাৎ হোসেন, ফতুল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান,মহানগর তাতী লীগের যুগ্ম আহবায়ক মুকুল হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি মো হায়াদার আলী , মো জামাল উদ্দিন, রোমান, সালাম খন্দকার, হুমায়ন কবির বাবু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close