ধর্মসিলেট বিভাগ
জালালাবাদ ইমাম সমিতি জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন
জালালাবাদ ইমাম সমিতি জকিগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাওলানা মুহিউদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ইমামদের পরামর্শের ভিত্তিতে কাদিপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল গনিকে সভাপতি ও মাওলানা ফয়জুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জালালাবাদ থানা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা শাহীরুজ্জামান ও অধ্যক্ষ মাওলানা জাহেদ উদ্দিন চৌধুরী।
নব গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা মহিউদ্দীন, সহ সভাপতি মাওলানা শফিকুল বারী, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা মুয়াজ্জজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত তাপাদার, মাওলানা মুহসীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ চৌধুরী, মাওলানা আসাদ উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা আবু তাহের মিসবাহ, সহ প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ আবুল কাশেম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ অর্থ সম্পাদক মাওলানা ইমরান মাজহারী, প্রকাশনা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সহ প্রকাশনা সম্পাদক মাওলানা মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান রায়হান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুস সামাদ,দফতর সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মতিন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আরিফ উদ্দিন, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, সহ সাহিত্য সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ জাকির হোসাইন, মাওলানা কাওছার হোসাইন চৌধুরী, মাওলানা তরিকুল ইসলাম।