অপরাধনারায়ণগঞ্জবন্দর

না’গঞ্জের বন্দরে সন্ত্রাসী হামলায় ২টি দোকান ও ১০টি বসত ঘর ভাংচুরে ৪ জন আহত

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৪ জন যুবক রক্তাক্ত জখম হয়েছে। ও-ই সময় হামলাকারীরা ২টি দোকান ও ১০টি বসত ঘর ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলায় আহতরা হলো- ফাহিম (২০) আরাফাত (১৮) ইমরান (১৯) ও বাপ্পি (২০)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

গত রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বন্দর থানাধীন নাসিক ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আহত ফাহিম বাদী হয়ে ঘটনার ও-ই দিন রাতে সন্ত্রাসী ইফরান, রায়হান ও সাজু সহ অজ্ঞাত নামা ২০/২৫ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তথ্য সূত্রে জানা যায় যে- গত রোববার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসী ইফরান’র জুতায় পারা দেয়াকে কেন্দ্র করে উল্লেখিত বখাটে ইফরান, সাজু ও রায়হান সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। ও-ই সময় হামলাকারীরা ফাহিমকে বেদমভাবে পিটিয়ে জখম করলে ও-ই সময় তার সাথে থাকা তিন বন্ধু ফাহিমকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ২টি দোকান ও একটি বসত ঘর ব্যাপক ভাংচুর করে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলার ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close