নারায়ণগঞ্জ

ঘূর্ণিঝড় সিত্রাং: নারায়ণগঞ্জ জেলায় শঙ্কায় কেটেছে রাত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জ জেলায় গাছ ভাঙ্গা-টিন উড়িয়ে নেওয়া ছাড়া তেমন কোন উল্লেখযোগ্য ঘটনা প্রাথমিক ভাবে পাওয়া যায়নি। অনেক এলাকায় সারা রাত বিদ্যুত ছিল না।

প্রস্তুতি আর শঙ্কার মধ্যদিয়ে অতিক্রম হওয়া রাতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মধ্যরাতে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে স্থল নিম্নচাপ আকারে পাশবর্তী জেলা ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।

এই পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে ১১টি প্রদক্ষেপ গ্রহণ করা হয়। প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও কন্ট্রোল রুম।

এদিকে, ঘূর্ণিঝড়ের সিত্রাংয়ের দমকা হাওয়ার মধ্যে রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দড়িকান্দি বাসস্টেশনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়ে দুটি গাছ। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। তবে আড়াই ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টা থেকে এই মহাসড়কে পুরোদমে যানবাহন চলাচল করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ সকাল সাড়ে ৮টায় জানান, তেমন কোন উল্লেখযোগ্য ঘটনা খবর আমাদের কাছে আসেনি।

নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, আড়াইহাজারে ১ জন মাদ্রাসা ছাত্র আহতের খবর পেয়েছি। এর বাহিরে এখনো তেমন কোন তথ্য পাইনি। বিস্তারিত জানতে হলে আরও সময় লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close