নারায়ণগঞ্জরাজনীতি

নারায়ণগঞ্জে প্রয়াত শ্রমিকনেতা শাহ্ আতিউল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

আজ ২২ অক্টোবর, ২০২২ (শনিবার) বিকেল ৫ টায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) এর প্রয়াত সভাপতি শাহ্ আতিউল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত স্মরণসভা তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি জেলার আহ্বায়ক কাউসার হামিদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অঞ্জন দাস এবং কেন্দ্রীয় কোষাধ্যক্ষ প্রবীর সাহা।

এছাড়া স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, মহানগর কমিটির আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সদস্য সচিব পপি রাণী সরকার, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি জেলার যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, জাহিদ সুজন, কোষাধ্যক্ষ মেহেদি হাসান উজ্জ্বল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইলিয়াস জামান, সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা সহ নেতৃবৃন্দ।

শাহ্ আতিউল ইসলাম ১৯৪৩ সালের ১২ই আগষ্ট খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় খুলনা জিলা স্কুল ও বিএল কলেজে পড়াশোনা শেষ করে ১৯৬৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে বিভাগে ভর্তি হন। এরপরেই মূলত তার রাজনীতিতে হাতেখড়ি ঘটে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শাহ্ আতিউল ইসলাম খুলনা জেলা থেকে সরাসরি অংশগ্রহণ করেন। এরপর থেকে স্বাধীন বাংলাদেশে তিনি আমৃত্যু শ্রমিক-মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ২২ অক্টোবর দিবাগত রাতে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ৭৭ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ২য় প্রয়াণ দিবসে অতল শ্রদ্ধাসহ আমরা তাকে স্মরণ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close