খেলাধুলানারায়ণগঞ্জময়মনসিংহ বিভাগসারাদেশসোনারগাঁও
সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দক্ষ ফুটবলার গড়ে তোলার লক্ষে সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী।
১২ থেকে অনুর্ধ ১৮ বছর বয়সী শিশু ও কিশোরদের ফুটবল খেলায় উৎসাহিত করতে সোনারগাঁও প্রেসক্লাবের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, সোনারগাঁও প্রেসক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, ক্রীড়া সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য শামসুল আলম তুহিন, দৈনিক পুনরুত্থান পত্রিকার সাংবাদিক মাসুদ রানা, ফুটবল প্রশিক্ষক আজম খান, আবুল হোসেন, মাসুম মাহমুদ প্রমূখ।