আড়াইহাজারনারায়ণগঞ্জ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহতের ঘটনায় মানববন্ধন

আড়াইহাজারে সরকারী সফর আলী কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র নাফিজ (১৮) সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায়, দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানব বন্ধন পালন করা হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে আড়াইহাজার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের ওই মানববন্ধন করা হয়।

সরকারী সফর আলী কলেজ ছাত্র, শিক্ষক, কলেজ সংসদসহ সকল ছাত্র-ছাত্রীর অংশ গ্রহনে সরকারী সফর আলী কলেজের অধ্যাক্ষ, ছাত্র সংসদের ভিপি নাহিদুল ইসলাম রাজু জিএস আইবুর রহমান হৃদয় এজিএস,কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা ১২ অক্টোবর সংগঠিত সড়ক দুর্ঘটনার জন্য বাসের বেপরোয়া গতিকে দায়ীকরে বলেন অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ১২ অক্টোবর উপজেলার পাল্লা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিতে অপেক্ষমান থাকা অবস্থায় বাসের ধাক্কায় সিএনজিতে থাকা সরকারী সফর আলী কলেজের মেধাবী ছাত্র নাফিজসহ ২ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় এসময় আহত হন সরকারী সফর আলী কলেজের সহযোগী অধ্যাপক তানজিন আরা শাহীন সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close