নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিচারপতি মুন্সি মশিউর রহমান’র বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি মুন্সি মশিউর রহমান গত ১৪ এপ্রিল দায়িত্ব পেয়েছিলেন। ১০ অক্টোবর মাসেই বদলি হয়ে গেছেন। নারায়ণগঞ্জে দায়িত্ব পালনে মাত্র ১৮০ দিনেই বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি। গতি এনেছেন মামলা পরিচালনার কার্যক্রমে। এতো অল্প কিছু দিনের মধ্যেই শত শত আইনজীবীদের ভালোবাসা অর্জন করেছেন। ন্যায্য বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেকে সর্বদা কায়েম রেখে সাধারণ মানুষের নীরব দোয়া কুড়িয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে ওই বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল।
এসময় বিশেষ অতিথি হিসেবে এড. খোকন সাহা বক্তব্যে বলেন- এই সরকারের আমলে বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন। এতটা স্বাধীন অন্য কোনো আমলে ছিল না। এই সরকারের আমলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়নি। নারায়ণগঞ্জের বিচারপতিরাও খুবই ভালো বিচার করেন। সাধারণ মানুষও তাদের কাছ থেকে ভালো বিচার পান। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি মুন্সি মশিউর রহমান অল্প কিছুদিন হলো এখানে এসেছেন। আবার এরই মধ্যে চলেও যাচ্ছেন। উনি মন-মানসিকতার দিক থেকে অত্যন্ত ভালো মানুষ। আশা করি উনার কর্মদক্ষতায় আরও এগিয়ে যাবেন।
গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ বজলুর রহমান হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর গত ৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোঃ গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ১০ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close