জাতীয়ঢাকাঢাকা বিভাগ

ঢাকায় গাড়ি চাপায় শিক্ষার্থী নিহত: ফার্মগেটে রাস্তা অবরোধ

প্রাইভেটকার চাপায় রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকার একপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের ঘিরে রাখে পুলিশ সদস্যরা। পুলিশ বলছে, জনগুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ করে রাখায় পুরো ঢাকায় যানজট ছড়িয়ে পড়ে। তাছাড়া আজ একজন সংসদ সদস্যের (সাজেদা চৌধুরী) জানাজা নামাজ ছিল জাতীয় সংসদ ভবন এলাকায়। আমরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি।

ভিডিওঃ https://fb.watch/fuRaFMI20Y/

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার রুবায়েত জামান বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে গাড়ি ও চালককে শনাক্ত গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে।

জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭ টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close