নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর

নাসিক ১৫ নং ওয়ার্ডে গ্যাস সরবরাহের দাবিতে তিতাস অফিসে স্মারকলিপি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অব্যাহত গ্যাস সংকটের কারনে, ওয়ার্ডের বিভিন্ন পঞ্চায়েত কমিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ চাষাড়াস্থ তিতাস গ্যাস অফিসের উপ-মহাব্যবস্থাপকের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওয়ার্ডের ওই স্মারকলিপি প্রদান করা হয়।

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, নিতাইগঞ্জ ব্যবসায়ী কমিটির নেতা বাবু শংকর সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক সোহেল আক্তার, নিমতলা বংশাল পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুলু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন জুলু, সনাতন পাল লেন পঞ্চায়েত কমিটির নেতা অজয় কুমার বিশ্বাস, নির্মল চন্দ্র দে, বংশাল সিডিসির সাধারন সম্পাদক রুমা মোদক, মালা আক্তার, তাজুল ইসলাম, হাদিউজ্জামান গালিব প্রমুখ।

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ১৫নং ওয়ার্ড একটি ঘনবসতিপূর্ণ এলাকা। গত এক সপ্তাহ যাবৎ টানবাজার, মিনা বাজার, নিমতলা, বংশাল, মন্ডলপাড়া, আর.কে দাস রোড, ওল্ড ব্যাংক রোড, ছোট ভগবানগঞ্জ, নয়ামাটি, চেম্বার রোড, পুরাতন পালপাড়াসহ ওয়ার্ডের বেশিরভাগ বাসাবাড়ীতে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে জনগনের রান্নার কাজে বিঘ্ন হওয়ায় পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মূল সঞ্চালন লাইনে গ্যাস না থাকায় বংশাল, আর.কে দাস রোড, ভগবানগঞ্জসহ বেশি কিছু এলাকায় ত্রুটিযুক্ত সার্ভিস লাইন দিয়ে পানি ঢোকার ফলে এলাকার জনগন সম্পূর্ণভাবে গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য ত্রুটিপূর্ণ সার্ভিস লাইন থেকে কম্প্রেসারের মাধ্যমে পানি অপসারন করে মূল লাইনে গ্যাসের চাপ বৃদ্ধির মাধ্যমে সমস্যা সমাধানের জোর দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close