অপরাধআইন ও অধিকারনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউ বাজারে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সিদ্ধিরগঞ্জের সিআইখোলা কালাইতার পাড় মসজিদ সংলগ্ন মো: শাহাদাতের মালিকানাধীন পাঁচ তলা ভবনের টপ ফ্লোরের একটি ভিতর থেকে দরজা বন্দ ফ্লাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরআগে ওই বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে ৯৯৯ এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

বাড়িওয়ালা শাহাদাত জানায়, গত আগষ্ট মাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দূর্গন্ধ পেয়ে আমাকে জানালে আমি জাতীয় সেবা ‘৯৯৯’ এ ফোন দেই। পরে পুলিশ এসে ভিতর থেকে দরজা বন্দ ঘর খুলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। এসআই মঞ্জুরুল ইসলাম জানান, স্বামী রবিউল ইসলামের বাড়ি সাং নীলফামারী পিতা মোঃ আবু তালেব, মাতা লাল বানু, স্ত্রী আয়েশা সিদ্দিকা, পিতা অনিল দাস।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। মেয়েটির নাম লাকী দাস এবং ছেলেটির নাম রবিউল। গত জুনে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ বিষয়ে আমরা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close