নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতিসোনারগাঁও

গুলি করা অফিসারদের একদিন জবাব দিতে হবে : মান্নান

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে যেসকল অফিসার গুলি চালিয়েছেন, পাখির মত গুলি করে আমাদের একজনকে হত্যা ও বাকিদের হত্যার চেষ্টা করেছেন তাদের অবশ্যই একদিন জনতার কাঠগড়ায় জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক গুলিবিদ্ধ ফারুক খান সুজন, পুলিশের গুলিতে চোখ হারানো জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আলিফকে অভয় দেন। তিনি তাদের এই রক্ত বৃথা যাবেনা এবং রক্তের সিড়ি বেয়েই বিজয় আসবে বলে জানান।

মান্নান বলেন, আমি ও বিএনপির সবাই আহতদের পাশে আছি, তাদের পরিবারের পাশে আছি। আমি নিজেও বেপরোয়া লাঠিচার্জ ও টিয়ারগ্যাসে আহত হয়েছিলাম। হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আজ সুস্থ হয়েই আমার ভাই সন্তানদের পাশে এসেছি।

এসময় জেলা ছাত্রদলের সহ সভাপতি সুলতান মাহমুদ, সাগর সিদ্দিকি, রাকিব রাজ, মাসুদুর রহমান, ছাত্রদল নেতা রফিক, সাজ্জাসসহ নেতাকর্মীরা তার পাশে ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেয়ার সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ, টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করলে তাতে গুরুতর আহন হন মান্নান। পরে হাসপাতালে ভর্তি হয়ে কিছুটা সুস্থ হয়েই তিনি কথা দেন সুস্থ হয়েই আহত নেতাকর্মীদের পাশে থাকবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close