জাতীয়ঢাকাঢাকা বিভাগরাজনীতি

ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা

বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন রেজি: নং- বি-১৭৫৩ কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২রা সেপ্টেম্বর (শুক্রবার) সকালে যাত্রাবাড়িস্থ বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির
সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জাহিদ হোসেন, গোদনাইল পদ্মা ডিপো ইউনিটের সাধারণ সম্পাদক হাজী ফারুক হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি ইকবাল চৌধুরী, ফতুল্লা যমুনা ডিপো ইউনিটের সিনিয়র সহ-সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন
সহ সকল ডিপোর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সকল ডিপোতে সরকার নির্ধারিত চাঁদার অতিরিক্ত চাঁদা না নেয়ার সিদ্ধান্ত, শ্রমিক ইউনিয়নের কোনো নেতৃবৃন্দ ও কর্মকর্তাকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অযথা হয়রানি বন্ধ করণে প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসনের সাথে মালিক-শ্রমিক আলোচনা ক্রমে যৌক্তিক ব্যয়ের হার নির্ধারণ করিবে এবং মালিক শ্রমিক সম্পর্ক নির্ধারণে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সম্মতিক্রমে আলোচনার মাধ্যমে সকল সিদ্ধান্ত গৃহীত হবে। পরিশেষে শ্রমিক ফেডারেশনের সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে দাবি আদায়ে সবার সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close