নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতি

প্রয়াত শ্রমিকনেতা আমিনুল ইসলাম শামার স্মরণসভা

আজ ১৭ই আগষ্ট, ২০২২ (বুধবার) সন্ধ্যায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রয়াত শ্রমিকনেতা আমিনুল ইসলাম শামার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেলার আহ্বায়ক অঞ্জন দাস, সংগঠনের জেলার সম্পাদক কাউসার হামিদ, মহানগর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, ফতুল্লা থানার সংগঠক শহীদুল ইসলাম সজল, পঞ্চবটি কমিটির সম্পাদক অভি হাওলাদার, প্রতিবেশ আন্দোলন জেলার আহ্বায়ক বিপ্লব খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাংগঠনিক সম্পাদক শুভ দেব, জেলার সভাপতি ইলিয়াস জামান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

অঞ্জন দাস বলেন, আমিনুল ইসলাম শামা শ্রমিকের প্রকৃত বন্ধু ছিলেন। তিনি আমৃত্যু শ্রমিকের জন্য লড়াই করে গেছেন। যেখানেই শ্রমিকের বিপদ, সেখানেই শামা। সাভার-আশুলিয়া অঞ্চলের শ্রমিকদের প্রাণের বন্ধু হয়ে উঠেছিলেন তিনি। দিন-রাত পরিশ্রম করতে পারতেন। নিজে শ্রমিক হিসেবে জীবন শুরু করায় তিনি শ্রমিকদের প্রকৃত দুঃখ-কষ্টগুলো অনুধাবন করতে পারতেন ভালোভাবে। যার ফলে সমাধান করতে চাইতেন। ধীরেধীরে নিজেই হয়ে উঠেন শ্রমিক নেতৃত্ব। আমরা বহুদিন একত্রে শ্রমিকের দাবি আদায়ের জন্য রাজপথে মিছিল করেছি, সভা করেছি। শ্রমিকের দাবি নিয়ে কথা বলায় শামার বিরুদ্ধে রাষ্ট্র বহুবার হুলিয়া জাড়ি করেছে, হামলা করেছে, মামলা দিয়েছে। কিন্তু শামাকে দমানো যায়নি। আজকে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী! শ্রমিকের বেতনের সাথে জীবনযাত্রার খরচের কোন সামঞ্জস্যতা নেই! আজকে যখন প্রতিদিন শ্রমিকেরা নিষ্পেষিত হচ্ছে! এই সময় যখন শামাকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিলো, তখন তিনি অনেক দূরে। শামা না থাকলেও তার কর্মের ছাপ আমাদের মাঝে রয়ে গেছে। আমিনুল ইসলাম শামা আজীবন বেঁচে থাকবেন শ্রমিকের লড়াই-জীবন ও সংগ্রামে। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close