নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরসিদ্ধিরগঞ্জ

ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার বিশেষ পাঠচক্র

সুশাসন, ন্যায় বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদের করনীয়- শীর্ষক বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত।

১৬ই আগষ্ট ২০২২ সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেকের মুক্তমঞ্চে এই বিশেষ পাঠচক্রে
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার- সাবেক ঢাকা আঞ্চলিক সমন্বয়কারী প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদ, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক অঞ্জন দাস,
বিডিক্লিন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক এস.এম বিজয়, প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক বিপ্লব খান, গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মাহমুদ কলি হারুন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার- ঢাকা আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জারিফ অনন্ত, ইয়ুথ এন্ডিং হাঙ্গার- নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী বাশুরী ইসলাম, তথ্যকুুঞ্জ টিমের লীডার রাকিবুল ইসলাম ইফতি, বিবিসিআই টিমের লীডার বিজয়া ইসলাম, ক্লিন দ্য রেভুলেশ্যন টিমের লীডার খান শাহরিয়ার ফয়সাল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মনির হোসেন, মোঃ বাবু, আজমান হোসাইন, ইসমাইল হোসেন সীমান্ত, সাইফা, ইক্বরা সহ অনেকে।

পাঠচক্র শেষে সকলের মতামতের ফলোআপ ড্রাফট করে সুশাসন, ন্যায় বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদের করণীয় বিষয়ক একটি লেখা “তারুণ্য বার্তা”য় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। ধারাবাহিক ভাবে কর্মসূচি গ্রহণের প্রস্তাবণা গ্রহণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close