নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিকট নগর যুব কাউন্সিল এর নির্দেশিকা নীতিমালা (খসড়া) হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তিঃ ৭ আগষ্ট ২০২২ রবিবার সকালে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের মিলনায়তনে “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিকট নগর যুব কাউন্সিল এর নির্দেশিকা নীতিমালা (খসড়া) হস্তান্তর করলেন সিরাক-বাংলাদেশ”

তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব দেওয়ার দক্ষতা গড়ে তুলতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করতে সিরাক- বাংলাদেশ UNDEF এর অর্থায়নে এবং UNHabitat এর সহায়তায় “নগর যুব কাউন্সিল গঠনে তরুণদের সম্পৃক্তকরন প্রকল্প” (Advancing Engagement by Setting Up Urban Youth Councils in Bangladesh) প্রকল্পটি বাংলাদেশের চারটি শহর (নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী) বাস্তবায়ন করছে। তারই প্রেক্ষিতে, পরবর্তী কার্যক্রম অনুসারে, গত ৭ই আগস্ট, ২০২২ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সিরাক-বাংলাদেশ এর যৌথ আয়োজনে নারায়ণগঞ্জ নগরের একটি স্থানীয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নগর যুব কাউন্সিল বিষয়ক নির্দেশিকা নীতিমালা হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনায় ছিলেন সিরাক-বাংলাদেশ এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এবং অন্যান্য অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, সাধারন ওয়ার্ড-১৫ এর কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, সংরক্ষিত ওয়ার্ড-২৫,২৬,২৭ এর কাউন্সিলর সানিয়া আক্তার, সংরক্ষিত ওয়ার্ড-২২,২৩,২৪ এর কাউন্সিলর শাওন অংকন, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক এস.এম বিজয় এবং সাংবাদিকবৃন্দ।

উক্ত সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সরকারী ও বেসরকারী উন্নয়ন কর্মকর্তাবৃন্দ এবং পঞ্চাশ জন টাস্ক ফোর্স সদস্যদের উপস্থিতে নগর যুব কাউন্সিল বিষয়ক নির্দেশিকা নীতিমালা উপস্থাপন করা হয় এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য নির্দেশিকা নীতিমালাটি পূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে গাইডলাইন বিষয়ক কর্মশালায় টাস্ক ফোর্স সদস্যদের মতামতের ভিত্তিতে এবং গাইডলাইন বিষয়ক পরামর্শমূলক সভায় সরকারী ও বেসরকারী উন্নয়ন কর্মকর্তাবৃন্দদের মতামতের মাধ্যমে চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য নগর যুব কাউন্সিল প্রকল্পের মাধ্যমে নগরের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মধ্যে থেকে প্রতিনিধি মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত করে তাদের কথা, মতামত ও দাবিসমূহ সিটি কর্পোরেশনের কাছে প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপন করবে যা টেকসই উন্নয়নের জন্য এবং তরুণদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা রাখবে। প্রকল্পটির অধীনে তরুণদের দ্বারা নির্বাচিত যুব কাউন্সিলর হিসাবে নগর যুব কাউন্সিলে যোগদানের মাধ্যমে সিটি কর্পোরেশনে মেয়রের তত্ত্বাবধানে নগরের উন্নয়ন কার্যক্রমে যুবদের পরামর্শ প্রদান, অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করবে এবং প্রকল্পটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- ১১ ও ১৬ (SDG-11& SDG-16) অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।

এছাড়াও প্রকল্পটির মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে সম্মিলিতভাবে নগর যুব কাউন্সিলের নির্দেশিকা তৈরি, কাউন্সিল গঠন, যুব ভোটার তালিকা তৈরি এবং তালিকাভুক্ত যুবদের মধ্যে হতে নগর যুব কাউন্সিলর (প্রতিটি সিটি কর্পোরেশনে ২০ জন যুব কাউন্সিলর) নির্বাচন করা হবে। প্রস্তাবিত এই কাউন্সিল জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে যথাক্রমে Bangladesh Urban Youth Councils Network এবং World Urban Youth Councils Network এর সদস্যপদ গ্রহনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাক -বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার নাহিদুর রাহমান, প্রোগ্রাম অ্যাসোসিয়েট মোঃ শাহাদাত হোসেন শাহিন, সিরাক- বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি মোঃ নবী নেওয়াজ সাকিব এবং টাস্ক ফোর্স সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close