নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে তথ্য অধিকার ও নাগরিক সচেতনতায় প্রচারপত্র বিতরন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তথ্য অধিকার ও নাগরিক সচেতনতায় প্রচারপত্র বিতরন করেছে তরুনেরা।

তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে কাজ করা “তথ্যকুুঞ্জ” টিম এবং নাগরিক অধিকার ও কার্যকর প্রতিষ্ঠান বাস্তবায়নে “BBCI” টিম তাদের কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বা প্রচারপত্র বিতরন করেছে।

২৫ শে জুলাই ২০২২ সিদ্ধিরগঞ্জ কমিউনিটির সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক আহসানুল হাবিব সোহাগ, নারায়ণগঞ্জ জেলা সমিতির ত্রাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী ইউসুফ আলী মাসুদ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে তারা লিফলেট পৌঁছে দেন এবং তাদের কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরেন।

সবাই তাদের এই কাজ কে স্বাগত জানান এবং কার্যক্রম এগিয়ে নিতে পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে বিভিন্ন দোকান ও জনসমাগম স্থলে লিফলেট বিতরন করে জনগনকে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার- ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মোঃ জারিফ অনন্ত, তথ্যকুুঞ্জ টিমের লীডার রাকিবুল ইসলাম ইফতি, সদস্য মহিউদ্দিন মিরাজ, সদস্য মেহেদী হাসান আশিক, BBCI টিমের লীডার বিজয়া ইসলাম, সদস্য শিমু সাহা, সদস্য আজমান হোসেন।

জানা যায়, ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগীতায় পরিচালিত লীড বাংলাদেশ প্রজেক্টের ১১৫৫ নং ব্যাচে ইয়ুথ লিডারশীপ ট্রেনিংপ্রাপ্ত হয়ে তারা সামাজিক উদ্যোগের মাধ্যমে এই কর্মসূচিগুলো গ্রহন করেছেন যা জাতিসংঘ ঘোষিত এসডিজি ১৬ বাস্তবায়নে ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close