ধর্মনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

নাসিক ৬ নং ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত

নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির আয়োজনে নূরে মদিনা মোহেব্বীয়া বাদশা মেম্বার দ্বীনিয়া মাদরাসায় ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা বেজে ১৫ মিনিটে মাদরাসার ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমামতি করেন মোহর আলী সরদার বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মনিরুজ্জামান সিলেটি।

দেশের কোটি কোটি মুসলমান আজ সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করেন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এককাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে আত্মশুদ্ধি, নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

এদিকে যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের আনন্দে উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মহান আল্লাহর অনুগ্রহ লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ১০ জিলহজ অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close