আইন ও অধিকারনারায়ণগঞ্জ

৮ জুলাই ত্বকী হত্যার ১১২ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন

ত্বকী হত্যার ১১২ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বলন কর্মসূচি আয়োজন করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় ৭টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ জুলাই) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১২ মাস। ২০১৩ সালের ৬ মার্চ হত্যা করা হয় তাকে। তদন্তকারী সংস্থা র‌্যাব হত্যাকান্ডের এক বছরের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র তৈরী করে তা সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানালেও সে অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয় নাই। দেশে এইটি বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close