আইন ও অধিকারনারায়ণগঞ্জরুপগঞ্জ

রূপগঞ্জে গ্যাস লাইন কাটাকে কেন্দ্র্র করে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ : গুলিবিদ্ধ ৩, আহত ৩৫

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার আবাসিক গ্যাস লাইন কাটাকে কেন্দ্র্র করে গ্রামবাসীর উপর পুলিশের গুলি। এ ঘটনায় তিন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ গ্রামবাসী। রবিবার (৩ জুলাই) দুপুরে সাবেক কমিশনারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিতাস গ্যাস কোম্পানীর লোকজন বরপা এলাকার বিতরণ লাইন কাটতে গেলে গ্রামবাসী বাঁধা দেয়। পরে পুলিশ ক্ষিপ্ত হয়ে দুই জনকে মারধর করে। পরে গ্রামবাসী একত্রিত হয়ে আবারো গ্যাস অফিসের লোকজনকে বাঁধা দেয়।
একপর্যায়ে পুলিশ গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাথারীভাবে রাবার বুলেট ছোড়ে। এসময় আব্দুল্লাহ, নূর হোসেন ও সোয়েব ভুইয়া গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ গ্রামবাসী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফএম সায়েদুল জানান, এ ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close