Uncategorized

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সহকারী কমিশনার ( ভূমি) সোমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান প্রমুখ।
কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার অর্ধ শতাধিক লোক অংশ নেন। কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্বাবনী উদ্যোগের মধ্যে রয়েছে ১. সবার জন্য বিদ্যুৎ ২. পরিবেশ সুরক্ষা ৩. বিনিয়োগ বিকাশ ৪. সামাজিক নিরাপত্তা কর্মসূচী ৫. নারীর ক্ষমতায়ন ৬. আশ্রয়ণ ৭. শিক্ষা সহায়তা ৮ পল্লী সঞ্চয় ব্যাংক ৯. ডিজিটাল বাংলাদেশ ১০. কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ। এই ১০টি উদ্বাবনী উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহন কারীরা ১০টি ভাগে বিবক্ত হয়ে ঐ ১০টি বিষয়ের উপর স্থানীয়ভাবে বাস্তবায়নে সুপারিশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close