নারায়ণগঞ্জরাজনীতিরুপগঞ্জ

জাতীয় অহংকার ও সাহসের আরেক নাম ‘পদ্মা সেতু’:তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী

রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেছেন, “পদ্মা সেতু আমাদের স্বপ্নকে জাগরণ করেছে। পদ্মা সেতু আমাদের আবেগের নাম। জাতীয় অহংকার ও সাহসের আরেক নাম। সক্ষমতার প্রতীক। আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামের এক উজ্জ্বল মাইলফলক। বিপুল আগ্রহ নিয়ে বাংলাদেশের সংগ্রামী মানুষ দুই চোখ ভরে আমাদের আত্মশক্তির এ প্রতীকটি দেখছে।”

র‌বিবার (১৯ জুন) বিকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউম‌ডেল হাই স্কুল এন্ড ক‌লেজ মা‌ঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মু‌জিব গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ্যালয় ফুটবল টুর্ণা‌মে‌ন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন‌ী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী ব‌লেন, “পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- বাংলাদেশের জনগণের টাকায় ইনশাআল্লাহ আমরা পদ্মা সেতু করব। দেশের জনগণের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন। দেশ‌ বি‌রোধী বিএনপি-জামায়াত জো‌টের কোন ষড়যন্ত্রই সফল হয়নি।”

মেয়র হা‌সিনা গাজী বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিতে করছে কাজ। শিক্ষক‌তের সু‌যোগ-সু‌বিধাও বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে।

রূপগঞ্জ উপ‌জেলা‌ সহকারী ‌শিক্ষা অ‌ফিসার তাস‌লিমা সুলতানা’র সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামীলীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হি‌ন, রূপসী নিউম‌ডেল হাই স্কুল এন্ড ক‌লেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর-র‌শিদ, বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, কাঞ্চন পৌরসভার সংর‌ক্ষিত নারী কাউ‌ন্সিলর মিনারা বেগম সহ অ‌নে‌কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close