Uncategorized

শ্রীমঙ্গলে রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় “মানবতার স্পর্শে, দূর হোক অন্ধকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ২০টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান সম্পন্ন।

মঙ্গলবার (১৪ই জুন) রাতে ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ কনফারেন্স রুমে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাহমুদুল আলম চৌধুরী এর সভাপতিত্বে ও লুৎফর হক লোকমান এর সঞ্চালনায় রক্তদান সহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন জাহান চৌধুরী সহ সম্মাননা ক্রেস্ট প্রদানকৃত সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close