নারায়ণগঞ্জ

দুই মন্ত্রীর আগমনে নিষ্পত্তি হলো নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ-রেলওয়ের বিরোধ

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে বিরোধ চলছে টানা ২ বছর। সমস্যা নিরসণে বহুবার সভা ডাকা হয়েছে, কিন্তু হয়নি সমাধান। অবশেষে দুই মন্ত্রণালয়ের মন্ত্রী এসেছে দিয়ে গেছেন বিরোধের সমাধান!

নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী জমি নিয়ে এই বিরোধ। সেখানে রেলওয়ে মন্ত্রণালয় ‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেল লাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

২০১৯ সালের ৩ ফেব্রুয়ারীতে নদীকে জীবন্ত সত্বা ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর গত ২০২০ সালে শীতলক্ষ্যা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে হাইকোর্টের নির্দেশে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) পদ্ধতিতে সিএস জরিপ মোতাবেক শীতলক্ষ্যায় সীমানা পিলার স্থাপন করার কাজ শুরু হয়। সেই বছরের অক্টোবরের শুরুতে নারায়ণগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় সীমানা পিলার স্থাপন করাকালীন সময়ে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় বিরোধ। যার মধ্যে সীমানা পিলার ভেঙ্গে ফেলাসহ মসজিদের মিম্বারও ভেঙ্গে দেয়ার অভিযোগ ওঠে রেলওয়ের বিরুদ্ধে।

২০২১ সালের ১১ জানুয়ারী নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব মো: আমিনুর রহমান একটি নোটিশ প্রেরণ করেন। যাতে উল্লেখ করা হয়, রেলপথ মন্ত্রনালয়, নৌ পরিবহন মন্ত্রনালয়, বাংলাদেশ রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি সরেজমিনে শীতলক্ষ্যা নদীর ফোরশোর বা তীরভূমিসহ লীজকৃত সম্পত্তি জায়গা পরিদর্শন করবেন। কমিটি পরিদর্শন না করা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। ওই নোটিশের প্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারী দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে যান কমিটির সদস্যরা। এরপর দুই মন্ত্রণালয়ের মধ্যে বেশ কয়েক বার সভা হয়েছে। কিন্তু কোন সিদ্ধান্তেই আসতে পারেনি।

 

অবশেষে ২০২২ সালের ১৩ জুন সমস্যা সমাধানের লক্ষ্যে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সেলিম রওফ, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরেরর পরিচালক মাসুদ কামাল প্রমুখ।

ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সেলিম রওফ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, কিছু দিন সমস্যাটির জন্য কাজ বন্ধ ছিল, আজকে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাহেব এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন, দুই মন্ত্রণালয় যার, যার মতো সে সে কাজ করবে। আবারও এখানে কাজ চালু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close