ধর্মসিলেট বিভাগ
মৌলভীবাজারে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::
মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ১৪৪৩ হিজরী সালের জেলার সরকারি ও বেসরকারি হজযাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭শে মে) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার এর আয়োজনে ১৪৪৩ হিজরী সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় প্রধান অতিথি সৌভাগ্যবান হজযাত্রীদের কাছে মৌলভীবাজার জেলার সকলের জন্য দোয়া কামনা করেন এবং সুষ্ঠভাবে নিয়ম মেনে তারা যাতে সফলভাবে হজ পালন শেষে দেশে ফেরত আসতে পারেন সেই অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দায়িত্বশীলরা।