ধর্মনারায়ণগঞ্জবন্দর

আল্লাহ্‌র অলি কখনো সাবেক হতে পারে না -মাওলানা আবুল কাসেমী

বিশেষ প্রতিনিধি :- বন্দর জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুন্নিয়াতের শিরূমনী হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মরহুম বাকী বিল্লাহ্’র ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২২ শে মে শনিবার বন্দর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের মাঠে আল্লামা বাকী বিল্লাহ স্বরনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

 

উক্ত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আন্ জুমান -এ-রহ্ মানিয়া আহ্ মদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর পরিচালক ও বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয় পাটির সদস্য আলহাজ্ব শেখ আহম্মদ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী এবং ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা। আল্লামা বাকী বিল্লাহ বড় সাহেবজাদা আলহাজ্ব মাওলানা আঃ মোস্তফা রাহিম আজাহারী এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আহেলে সুন্নীয়ত আল জামাত এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল কাশেম ফজরুল হক সাহেব।

প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবীদ তরুণ প্রজন্মের আইকন হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা হাসান আল-আজাহারী, জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সহ- সুপারেন্টার হযরত মাওলানা আব্বাস উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আহেলে সুন্নি জামাত এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু,নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর মেয়র ডা:সেলিনা হায়াৎ আইভির এ পি এ মো: আবুল হোসাইন,আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ পরিষদ এর সৌদি আরব শাখার সাধারন সম্পাদক গোলাম মোসের্দ (রতন),জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সুপাররেন্টার হযরত মাওলানা আবু নাছের মুসা,সহ অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী,এবং ছাত্রছাত্রী বৃন্দগন উপস্থিত ছিলেন।পরে মোনাজাত শেষে অত্র মাদ্রাসার চার জন হাফেজ ছাত্রদের কে পাগলী পরিয়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close