সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে পঞ্চমবারের মতো খাঁচার ভিতরে অজগর সাপের বংশবৃদ্ধি করতে যাচ্ছে

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খাঁচার ভিতর রাখা একটি অজগর সাপ পঞ্চমবারের মতো বংশবৃদ্ধি করতে যাচ্ছে। এর আগে এই সাপটি ৪ বারে শতাধিক বাচ্ছা ফুটিয়েছে। সেই বাচ্ছা গুলো সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার (২৩শে মে) সকাল পর্যন্ত ৩৫/৪০টির মতো ডিম দিয়েছে অজগরটি। সকালে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, খাঁচার ভিতর মা অজগরটি ডিমগুলো জড়িয়ে বেড়িবেধেঁ বসে আছে। এ বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আমাদের জানান, অজগরটি ৬০দিন এভাবে ডিমগুলোকে জড়িয়ে থেকে তা দিবে। এসময় সাপটি কোনো ধরণের খাবার গ্রহন করবে না। এমনকি পানিও খাবেনা। ডিম থেকে বাচ্চা ফোটার আগের দিন ডিম ছেড়ে সাপটি সরে যাবে। এর পরদিন থেকে একে একে ডিম থেকে বাচ্ছা ফোটা শুরু হবে। এর পর বাচ্ছাগুলো মোটামুটি পরিপূর্ণ হলে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেবে বন্যপ্রাণী সেবা ফউন্ডেশন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close