আইন ও অধিকারনারায়ণগঞ্জ

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক রাশিদ চৌধুরীসহ আহত ২

দৈনিক অগ্রবানী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রাশিদ চৌধুরী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ সময় তার সাথে জসিম নামে একজনকেও সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে।

 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল  ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মো. রাশিদ চৌধুরী ও জসিমকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

শুক্রবার (১৩ মে) রাতে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ  ঘটনাটি ঘটে। তাৎক্ষনিকভাবে সন্ত্রাসীদের নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে বোয়ালীখাল এলাকায় সন্ত্রাসী দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার সংবাদ প্রকাশের জের থেকে এ ঘটনাটি ঘটতে পারে।

এদিকে রাশিদের রক্তাক্ত জখম দেখে তার পিতা দৈনিক অগ্রবানীর সম্পাদক স্বপন চৌধুরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close