নারায়ণগঞ্জরুপগঞ্জ
রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রূপগঞ্জে পানিতে ডুবে নুসরাত (৭) ও তাজবিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) বিকেলের দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকার মেম্বার নুর মোহাম্মদের শিশু কন্যা নুসরাত ও তারই ভাই আব্দুলের শিশু কন্যা তাজবিয়া পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের বালুর ডেজারের পানির পুকুরে পড়ে যায়।
পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যা ৭টার দিকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।