নারায়ণগঞ্জ

১২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ১৭নং কাউন্সিলর বাবু

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ১২ হাজার পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
শনিবার (৩০ এপ্রিল) সকালে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে তিনি বলেন- পবিত্র মাহে রমজান শেষে আমার ওয়ার্ডের মানুষ আনন্দে ঈদ উদযাপন করবে এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমাজের প্রতিটি মানুষের পক্ষে তা হয়ে উঠেনা। কারণ, প্রতিটি মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা একরকম নয়। তাই হাজারো অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলতে এ ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।
বিত্তবানদের উদ্দেশ্যে তিনি বলেন- সমাজে যারা বিত্তবান রয়েছেন, আমি মনে করি তাদের প্রত্যেকের উচিত গরীব ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসা। আপনারা মন খুলে অসহায় গরীব মানুষদের পাশে দাঁড়ান।
নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সম্পর্কে বলেন- তিনি আমার রাজনৈতিক শিক্ষাগুরু। আজ তার মৃত্যুবার্ষিকী, আল্লাহ তার পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক। তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, সিরাজুল হক, মুদ্দাদ হোসেন বেপারী, এস. বি. স্যাটালাইটের ব্যবস্থাপনা পরিচালক এম. আর. কে. রিয়েন সহ এলাকার যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close