সিলেট বিভাগ

কমলগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর কে সোমেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: শহর-গ্রামের শিক্ষার বৈষম্য নিরসন এবং অবহেলা-অনাদরে বেড়ে ওঠা শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দিনব্যাপী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২২ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আজ ১৮ এপ্রিল এ উপলক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভিন সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা নিজেদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবী খুঁজে বের করা, তাদের লালন ও পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে অনাদরে পড়ে থাকা মেধাবী শিক্ষার্থীগন তাদের মেধার বিকাশ ঘটাতে সুযোগ পাচ্ছে। প্রতিযোগিতায় উপজেলার ১০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে ৩টি গ্রুপে ৪টি বিষয়ে মোট ১২ জন প্রতিযোগী উপজেলায় শ্রেষ্ঠ স্থান অধিকার করে। বিজয়ীরা আগামী ২৫ এপ্রিল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close