ধর্মসিলেট বিভাগ

কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা ও মেলা শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে বৃহস্পতিবার মহাষষ্টীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শতভূজা (১০০ হাত) বাসন্তী পূজা শুরু হয়েছে। ১৬ তম বছরের মতো অনুষ্ঠিত এ পূজাকে কেন্দ্র করে এলাকায় মেলা বসেছে। ৫ দিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- দেবী আমন্ত্রণ ও অধিবাস, পূজার্চনা, রামায়ণ কীর্তন, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি। দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি ও কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শতভূজা বাসন্তী পূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার ভক্কবৃন্দের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতাই পাল। এদিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হোমেরজান যোগল মন্দিরসহ শমশেরনগর, পাত্রখোলা চা বাগান, মাধবপুর চা বাগান, কানিহাটি চা বাগানসহ বিভিন্নস্থানেও বাসন্তী পূজা আয়োজনের খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close