নারায়ণগঞ্জরাজনীতি

নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের পোস্টারের উপর প্রতিহিংসার বহিঃপ্রকাশ ইসলামী আন্দোলনের

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত ওয়াজ ও দোয়া মাহফিল ছিল। এই আয়োজনের প্রচারের স্বার্থে বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছিল খেলাফত মজলিসের নেতাকর্মীরা।

 

কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর ৩১ শে মার্চ ঢাকার সমাবেশ কে কেন্দ্র করে সাটানো পোষ্টার গুলো দিয়ে খেলাফত মজলিসের পোষ্টার গুলো ঢেকে দিতে দেখা যায়। এতে করে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। একটি ইসলমী রাজনৈতিক দল হয়ে অপর ইসলামী দলের পোষ্টার ঢেকে দেয়াকে অনেকে প্রতিহিংসার বহিঃ প্রকাশ হিসেবেই দেখছেন।

 

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খেলাফত মজলিসের কর্মী-সমর্থকদের ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এদিকে ঘটনার প্রেক্ষাপটে দুঃখ প্রকাশ না করে পাল্টা যুক্তি দেখিয়েছে চরমোনাইর কর্মী সমর্থকরা। তাদের মন্তব্য ২৬ শে মার্চ অনুষ্ঠান থাকায় তাদের কর্মসূচি ৩১ মার্চ হওয়ায় তারা দেখেই পোষ্টার লাগিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close