নারায়ণগঞ্জ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও উৎসব পরিবহন উদ্বোধন করলেন পারভীন ওসমান

নানা জটিলতায় উৎসব পরিবহন নাম পরিবর্তন করে উৎসব ট্রান্সপোর্ট হয়েছে। তবে আবারও নারায়ণগঞ্জ-ঢাকা রুটে নামানো হয়েছে উৎসব পরিবহনের বাস। রোববার (২৭ মার্চ) বিকেলে নগরীর মন্ডলপাড়া এলাকায় উৎসব পরিবহনের একটি কাউন্টার উদ্বোধন করা হয়।

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও উৎসব পরিবহনের চেয়ারম্যান কামাল মৃধা, উৎসব পরিবহনের ব্যবস্থাপক মনির হোসেন।

পারভীন ওসমান বলেন- নিয়ম মতো, সুন্দরভাবে গাড়ি চালাতে হবে। ওভারটেকের চিন্তা যেন না করা হয়। যাত্রী ওঠানোর সময় লাইন মেইনটেইন করতে হবে। এমনটা না হলে সমস্যা হবে, গোলমাল হবে।

সকলের কাছেই আমি শৃঙ্খলা চাই। শৃঙ্খলা অনুযায়ী চললে উৎসব পরিবহন সুনামের সাথে চলতে পারবে। আমি আছি, আপনাদের কোন সমস্যা হলে আমাকে বলবেন। আমি সমস্যা সমাধানে আপনাদের পাশে থাকবো।

কামাল মৃধা বলেন, আজকে থেকে উৎসব পরিবহন ও পারভীন ওসমান ভাই-বোনের মতো থাকবে। উৎসব মানে পারভীন ওসমান আর পারভীন ওসমান মানেই উৎসব।

তিনি আরও জানান, খুবই সুশৃঙ্খলভাবে পূর্বে উৎসব পরিবহন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলেছে। মাঝখানে ঝামেলার কারণে বন্ধ ছিল। এখন আবারও সড়কে উৎসব পরিবহনের বাস এসেছে। শুরুতে ১০টি বাস নামানো হবে।

আগামী ৩ এপ্রিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল শুরু হবে। মন্ডলপাড়া, দুই নম্বর রেলগেইট ও চাষাঢ়া এই তিনটি স্থানে কাউন্টার থাকবে। মন্ডলপাড়া থেকে ঢাকার বায়তুল মোকাররম পর্যন্ত ৪৫ টাকা ভাড়ায় যাত্রীরা যাতায়াত করতে পারবে।

উল্লেখ্য, উৎসব পরিবহন নিয়ে জটিলতা হওয়ার পর বিআরটিসির ডাবল ডেকার (দ্বিতল বাস) বাস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পরিচালনা করছিলেন কামাল মৃধা। পরবর্তীতে সেটিও সরকারিভাবে পরিচালনার সিদ্ধান্ত হলে হাতবদল হয়। এদিকে উৎসব ট্রান্সপোর্ট নামে নন-এসি বাস চলাচল করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close