আইন ও অধিকারআন্তর্জাতিকজাতীয়নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিকের এক বছরের কারাদণ্ড

অবৈধ অনুপ্রবেশের দায়ে মহেন্দ্র মল্লিক নামে এক ভারতীয় নাগরিককে নারায়ণগঞ্জের একটি আদালত ১ বছরের কারাদণ্ড দিয়েছে। একই সাথে ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২৩ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলমের আদালত বুধবার বিকেলে এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসাসি মহেন্দ্র মল্লিক ভারতের ওড়িশার বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারি জাকির হোসাইন জানান, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জের আড়িয়াব জামে মসজিদের সামনে থেকে স্থানীয় লোকজন অবৈধ অনুপ্রবেশকারী মহেন্দ্র মল্লিককে আটক করেন।

পরে সংবাদ পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় ভারতীয় নাগরিক। তবে তিনি কোন পাসপোর্ট, ভিসা ও বৈধ কোন কাগজপত্র দিতে পারেনি।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১৯৫২ সালের বাংলাদেশ প্রবেশ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় আদালত আজ রায় দিয়েছেন।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আসামী অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে স্বীকারুক্তিমূলক জবানবন্দী দেওয়ায় আদালতের বিচারক ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close