নারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৪ নং ওয়ার্ডে টিসিবি’র খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৪নং ওয়ার্ড এলাকায় নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবি’র নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মো: নুরুদ্দিন মিয়া এবং ৪.৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোসা: মনোয়ারা বেগম।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নাসিক ৪নং ওয়ার্ড হাউজিং এলাকার হাবিবুল্লাহ কলেজ মাঠে পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় এ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

কাউন্সিলর নুরুদ্দিন মিয়া বলেন, অসহায় হতদরিদ্র মানুষের জন্য টিসিবির স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য প্রথম পর্যায়ে তিনটি পণ্য দেওয়া হচ্ছে। দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল। পর্যায়ক্রমে এ ওয়ার্ডের আরো অন্যান্য মহল্লায় দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই মেম্বার, আব্দুল আউয়াল, ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো: কবির হোসেন, আব্দুল কাইয়ুম, মো: সালাউদ্দিন, আনোয়ার আশিক, মো: ওমর, মো: কাউসার মিয়া, মো: মুরাদ, মো: আনোয়ার হোসেন, হৃদয়, জাকির হোসেন প্রমূখ।

খাদ্যসামগ্রী হলো- দুই কেজি সয়াবিন তেল (প্রতি কেজি ১১০ করে) ২২০ টাকায়, দুই কেজি মসুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা) ১৩০ টাকায় ও দুই কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা) ১১০ টাকায় দিচ্ছে টিসিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close