আইন ও অধিকারনারায়ণগঞ্জফতুল্লা

ফতুল্লায় গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক, গ্রেপ্তার ৩ ধর্ষক

ফতুল্লায় এক গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। রাত ভর আটকে রেখে তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

 

ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে সোমবার (২১ মার্চ) রাতে পুলিশ অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার হাটপাচিলের মৃত আয়নালের পুত্র আলমগীর হোসেন ওরফে জনি (২৭), ফতুল্লা থানার ইসদাইর (গাবতলীর)  দোহার ভিলার  আলমাছ ঢালীর পুত্র মাহফুজুর রহমান ওরফে মুন্না (২৬), আড়াই হাজার থানার পাচঁ আনির মোঃ আব্দুল হাইয়ের পুত্র মোঃআব্দুল গাফফার (২৫।

 

পুলিশ জানায়, আলমগীর ও পোশাক শ্রমিক মাসদাইরস্থ একটি গার্মেন্টসে কর্মরত ছিলো। সেখানে চাকুরী করাকালীন সময়ে  আলমগীর তাকে কু-প্রস্তাব দেয়। এতে সে অসম্মতি জানিয়ে বিষয়টি  কর্তৃপক্ষকে জানালে আলমগীরকে চাকুরীচ্যুত করে। পরে সে অন্যত্র চাকুরী নেয়। রোববার (২০ মার্চ) রাত  ৮টার দিকে ওই পোশাক শ্রমিক নিজ  কর্মস্থল থেকে বের হলে আলমগীরের সাথে তার  দেখা হলে কৌশলে তাকে একটি অটোরিক্সায় করে বক্তবলী চর রাজাপুরস্থ শুক্কুর আলীর হাস-মুরগির খামারে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে  আলমগীর তাকে জোড় পূর্বক দুই দফায় ধর্ষণ করার পর সেখান থেকে চলে যায়। পরে তার সহযোগি মুন্না ও গাফফার তাকে রাতভর আটকে রেখে একাধিকবার পালাক্রমে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে সকাল আটটার দিকে খামার থেকে তাকে বের করে একটি অটোরিক্সায় তুলে দেয়।

এ সময় ধর্ষণকারীরা ধর্ষিতার ব্যবহৃত মোবাইল ফোনটিও রেখে দেয়।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, মামলা হয়েছে। অভিযুক্ত তিন ধর্ষক কে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close